পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ঘটনার স্থান : বাগাট ইউনিয়নের ঢাকা- মাগুরা মহাসড়কের মাঝিবাড়ী বাসস্ট্যান্ড অদ্য ০৯/০৮/২৩ খ্রিষ্টাব্দ বুধবার সকাল অানুমানিক ৬:৩০ ঘটিকার সময় বাগাট ইউনিয়নের ঢাকা- মাগুরা মহাসড়কের মাঝিবাড়ী বাসস্ট্যান্ডে কৃষান(মজুরি) বিক্রয় করার সময় চট্টগ্রাম থেকে ঝিনাইদহ গামী ঢেউটিন ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত স্থানের লোকজনদের চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই ফজলু মুন্সি (৪৫), পিতা মৃত জালাল মুন্সী, সাং চাউলিয়া, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরা নিহত হয় এবং অন্যান্য চারজন আহত হয়। আহতরা হলো যথাক্রমে ১। ইউছুফ বিশ্বাস (৭০), পিতা মৃত আব্বাস বিশ্বাস, ২। আশরাফ (৩৫), পিতা হাসেম, উভয় সাং বাগাট, ৩।শোয়েব (৪৭), পিতা আব্দুল হামিদ মৃধা, সাং আড়পাড়া,সর্ব থানা মধুখালী, ৪।মজিবর (৫০), পিতা ইউসুফ, সাং বিশ্বাসপুর, থানা বোয়ালমারী, সর্ব জেলা ফরিদপুর। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং এর মধ্যে মজিবরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অন্যান্য আহতরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্র্যাকটিকে আটক করে। দুর্ঘটনার সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে মৃতুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত কার্যক্রম পরিচালনা করেন ।রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
দুর্ঘটনার বিবরন: নিহত – ১ জন, আহত – ৪ জন।