পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন বাগাট ইউনিয়নের ঘোপঘাট গ্রামের কালীবাড়ি নামক স্থানে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ঢাকা গামী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৫৯৭৭) এবং একই দিক থেকে আগত সোহাগ পরিবহনের একটি বাসকে ওভার টেক করার সময় পূর্বাশা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সংগে ধাক্কা লেগে কলাবাগানে ছিটকে পড়ে। এতে পূর্বাশা পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বাসের ড্রাইভার ১। রাকিব ওরফে ঝন্টু (৩৫), পিতা- তোজাম্মেল সাং-মথুরাপুর, থানা- মধুখালী জেলা ফরিদপুর ২। সাইফুল ( ৩০), ৩। শরিফুল (৩৫), উভয় পিতা- আবুল কাশেম, সাং- মহারাজপুর, ৪। হাসান মুন্সী (৪৫), পিতা- আব্দুল আজিজ, সাং- চাপরা ৫। সেতু (১৫), পিতা- তোফাজ্জেল, ৬। শাহিন (২৮), পিতা- মনিরুজ্জামান, সর্ব জেলা- ঝিনাইদহ, ৭। রাকিবুল ইসলাম (৫০), পিতা- শাহজাহান জেলা- ঢাকা। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর আহতদেরকে মধুখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহায়তায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্বাশা পরিবহনের ড্রাইভার রাকিব গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। করিমপুর হাইওয়ে থানা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।