ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহী আশিফ হাওলাদার (২৫) নামের একযুবক চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিফ হাওলাদার উপজেলার বৈলতলী গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে। তিনি টাউন নওয়াপাড়া হ্যামকো কোম্পানিতে চাকুরী করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আশিফ হাওলাদার রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মটরসাইকেলে করে ফয়লা শশুরবাড়ি যাচ্ছিলেন। ফকিরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসার অপর একটি মটরসাইকেলের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মটরসাইকেল চালক সহ মটরসাকেলে থাকা এক নারীও আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে সোমবার ভোর রাতে আশিফ হাওলাদার চিকিৎসাধিন অবস্থায় মারা যান। অপর মটরসাইকেল চালক মো. ইউসুপ বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এছাড়া মো. ইউসুপের সাথে থাকা ওই নারী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।