ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া এলাকায় গাছের ডাল পড়ে শাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক ও মূলঘর ইউনিয়নের বানিয়াখালী এলাকায় ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ বাগচী (৪০) নামের এক শ্রমিকসহ দু’শ্রমিক মৃত্যু বরণ করেছেন। নিহত শাহিদুল ইসলাম আট্টাকী এলাকার আব্দুল মালেকের ছেলে ও বিদ্যুৎ বাগচি বানিয়াখালী এলাকার হলধর বাগচীর ছেলে। পুলিশ জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্রমিক শাহিদুল ইসলাম বাহিরদিয়া এলাকায় একটি মেহগনি গাছ কাটার সময় আকস্মিক ভাবে তার মাঁথায় একটি মোটা ডাল ভেঙ্গে পড়ে। এতে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয়রা টেরপেয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। অপরদিকে একই দিন সকাল ১১টার দিকে বানিয়াখালী গ্রামের সন্তোষ বাগচীর ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ বাগচী আকস্মিক মাটিতে ঢলে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃতঃ ঘোষনা করেন।