ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার, জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ আজিুজর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। তিনি তার বক্তৃতায় ৫টি দাবী উত্থাপন করেন, দাবী গুলি হচ্ছে, স্থানীয় সরকার শক্তিশালি করণে জনঅংশ গ্রহন, ক্ষমতার বিকেন্দ্রিকরণ ও রেভিনিউ শেয়ারিং দরকার, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা প্রদর্শন জরুরী, জনগনের ক্ষমতায়নে কার্যকর ওর্য়াডসভাকে গুরুত্ব দিতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী ও উপজেলা কমিটি গুলিকে সক্রিয় করতে হবে ও রাজস্ব আয় বৃদ্ধিতে কৌশলগত জনসম্পুক্ততা বাড়াতে হবে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, সিনিয়র মৎস্য অফিসার জ্যোতী কনা দাস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইউনুস আলী শেখ, মোঃ রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা ও মোড়ল জাহিদুল ইসলাম। এর আগে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।