ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া-বারুইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক কৃষকের করুন মুত্যু হয়েছে। নিহত কৃষক উক্ত গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে আব্দুল মজিদ শেখ নিজ জমিতে মটর দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।