বেলারুশের মধ্যস্থতায় চুক্তির পর আপাতত ব্যারাকে ফিরে গেছে ওয়াগনার বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এবং মামলাও প্রত্যাহার করা হবে মর্মে প্রতিশ্রুতি দেওয়ার পরই বিদ্রোহ স্থগিত করা হয়।
তবে বর্তমানে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন কোথায় আছেন সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
শেষবার শনিবার তার গাড়ি রোস্তভ-অন-ডন এলাকায় দেখা গিয়েছিল। আবার শোনা যাচ্ছে আপাতত বেলারুশে নির্বাসনে কাটানোর বিষয়ে রাজি হয়েছেন প্রিগোজিন। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায়ই ওয়াগনার তাদের অস্ত্র আপাতত নামাতে রাজি হয়েছেন।
তবে সমঝোতা বার্তার পরই মুখে কুলুপ এটে আছেন প্রিগোজিন।
বিবিসির প্রতিবেদনে আরো বলা হচ্ছে, প্রিগোজিন গাড়ি বা ট্রেনে করে বেলারুশ যেতে পারেন। যদিও সেই পথ খুব দীর্ঘ।