ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পৃথক দুর্ঘটনায় ৩০মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রী দু’জন মৃত্যু বরণ করেছে।
শুক্রবার সন্ধ্যায় হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের রায়পাড়া ভাতুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত টেঙ্গর মন্ডলের ছেলে সামসুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি পানিতে ডুবে হাবুডুবু খেতে থাকে এসময় স্থানীয়রা তাকে উদ্ধার কওে ঝিনাইদহ সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠায়। আহত স্বামীর ভ্যানে স্ত্রী রেহানা বেগম (৫০) কে পাঠানো হয়। এসময় রোগী বহন করা গাড়ী জোহান ড্রীম ভ্যালী পার্কের নিকট পৌছালে আহত স্বামীর পায়ের আঘাতে স্ত্রী রেহানা বেগম রাস্তার উপরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং কানদিয়ে রক্তপাত হতে থাকে। পরে স্বামীর সাথে তাকেও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে স্ত্রীকে মৃত্যু ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে আহত স্বামীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করার ব্যবস্থা করছিলেন সেসময় অতিরিক্ত খিচুনিতে স্বামী সামছুল ইসলাম মৃত্যু বরণ করেণ। একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যুতে এলাকাজুড়ে চাঞ্চচল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামছুল পেশায় কৃষিজীবী ছিলেন বলে জানা গেছে। এমর্মান্তি ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, বিষয়টি অত্যন্ত মর্মাহত পৃথক ঘটনায় একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যু বরণ করেছে। আমরা খবর নিয়েছি লাশ দাফনের জন্য হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।