ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন সার্বজনীন জন্মাষ্টমী মহোৎসব উৎযাপন কমিটির আয়োজনে পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মহোৎসব-২০২৩ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাধুর বটতলা শ্নশানকালি মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মন্দির চত্তরে এসে শেষ হয়। পরে ধর্মীয় আলোচনা সভা মন্দির কমিটির সভাপতি তপন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, ইউনিয়ন সভাপতি আশিষ রায় চৌধুরী, সাধারন সম্পাদক সুপ্রভাত চক্রবর্তী মধু, মন্দির কমিটির সাধারন সম্পাদক বলাই কৃষ্ণ দাস ও আ’লীগ নেতা অমল দত্ত মনি প্রমুখ। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।