শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: “আমার সোনার বাংলায় মাদক ব্যাবসায়ীর ঠাঁই নাই” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদক মুক্ত দেশ গঠনের লক্ষ্যে রবিবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ আলেফ সানি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদির জুহী আল সাফী সহ বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা ও পত্নীতলা পত্নীতলা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ। বক্তাগণ এ সময় মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষদের সচেতন হবার আহ্বান জানান।