খুলনা প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন শহীদ স্মৃতি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিউলি বিশ্বাস (৫৬)। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মারা যান।
জানা যায়; শিউলি বিশ্বাস ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মারাত্মক অসুস্থতা নিয়ে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে পরলোক গমন করেন।
তিনি ডুমুরিয়ার বান্দা গ্রামের প্রয়াত নিহার রঞ্জন বিশ্বাসের কন্যা এবং কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদারের সহধর্মিণী ছিলেন।
শহীদ স্মৃতি মহিলা কলেজের সহকর্মী হারুন অর রশিদ বলেন; ডুমুরিয়া মহিলা কলেজের শুরু থেকেই শিউলি দিদি কর্মরত শিক্ষক কর্মচারীদের সাথে যেনো এক পারিবারিক সম্পর্ক বিদ্যমান ছিলো। সুখে দুঃখে দীর্ঘদিন একসাথে অনেকটা সময় পার হচ্ছে; হঠাৎ শিউলি দি’র এই চিরবিদায়ে আমরা পুরো কলেজ পরিবার গভীর শোকাহত।