শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে কোটা সংস্কারকারিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া,গুলি বর্ষণ, পুলিশসহ আহত-৪০, আটক-২ সারা দেশে নিহতের সংখ্যা ১৩ স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মামুন, সম্পাদক ডাঃ কাওসার শিবির কর্মী-ছাত্রদল এবং বহিরাগতরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে-মোজাম্মেল হক সারা বাংলা র ৮৮ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন সারা বাংলা’র ৮৮ মাদারীপুর জেলা প্যানেলের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীপালন ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-২০ রংপুরে পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী আবু সাঈদ নিহত চীন-রাশিয়া সামরিক মহড়া ছাত্র নিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি অসত্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নওগাঁর মহাদেবপুরে নতুন শনাক্ত ২৫: করোনা আক্তান্ত হয়ে মারা গেছেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার

আইনুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি
Update : শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৭:৫০ পূর্বাহ্ন

আইনুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (২৪ জুন) নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৯ জনের নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে পজিটিভ পাওয়া যায়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের পজিটিভ পাওয়া যায়। শনাক্তের হার ৫৪ দশমিক ৩৪ ভাগ। এদিন ১১ জনকে সুস্থ ঘোষণা করা হয়।
এনিয়ে এই উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হলেন ৩৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন ১১৯ জন। এছাড়া গত ১৯ জুন মহাদেবপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার জাহিদুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার দিবাগত রাতে তার করোনাভাইরাস পজিটিভ ছিল বলে রেজাল্ট আসে। এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো আটজনে। এরমধ্যে গত তিন সপ্তাহেই মারা গেলেন চারজন।
বৃহস্পতিবার যারা আক্রান্ত হন তার হয়েছেন, তারা হলেন মহাদেবপুর বাসস্ট্যান্ডের জসীম উদ্দিনের স্ত্রী মাহফুজা বানু (৫৬), মহাদেবপুর লিচুবাগানের নাজমুল হুদার স্ত্রী কাদিরা সুলতানা (৩১), একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৫০), তার মেয়ে আন্না আফরোজ (২০), লিচুবাগান গ্রামীণ টাওয়ার এলাকার মোজাম্মেল হকের ছেলে তারেক (২৭), মহাদেবপুরের আহমেদ হোসেনের ছেলে ফকরুল ইসলাম (২৮), তার স্ত্রী তামান্না আকতার (২৫), মহাদেবপুর দুলালপাড়ার কালামের স্ত্রী মরিয়ম (৩০), সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আমিনা (৩৮), চকগোবিন্দ গ্রামের সেকেন্দার আলীর ছেলে শাহাদৎ হোসেন (২৫), নাটশাল গ্রামের আব্দুর রশিদের স্ত্রী সুরতজান (৪৪), গোপালপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে এমদাদুল হক (৩৪), হাতুড় ইউনিয়নের গোমেজের ছেলে রবি দাস (৩১), গোফানগর গ্রামের মামুনের ছেলে জহির উদ্দিন (৩৪), মহিষবাথান গ্রামের সুমেন্দ্রনাথের ছেলে উৎপল সরকার (৪২), এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে আসাদুর রহমান (৩৬), পৈতা গ্রামে আবুল খায়েরের স্ত্রী রওশন আরা (৫৩), চকহরিবল্লভ গ্রামের হরিপদ চন্দ্রের মেয়ে চন্দনা (২৮), রোদইল গ্রামের সুমনের স্ত্রী টপি মন্ডল (২৫), খাঁপুর গ্রামে আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (৩৮), সফাপুর গ্রামের তাতারপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে ইজম উদ্দিন (৫০), খাজুর ইউনিয়নের রাংতৈড় গ্রামের মৃত ঝরুর ছেলে কান্দু বর্ম্মণ (৫৫), উত্তরগ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৬), তার স্ত্রী ফজিলা আকতার (৫৫) ও চেরাগপুর ইউনিয়নের রাবনা গ্রামের দ্বিনেশের স্ত্রী মিনতি (৪৫)।
আগের দিন বুধবার (২৩ জুন) মহাদেবপুরে আক্রান্ত হন ১৪ জন। এরা হলেন, মহাদেবপুর লিচুবাগানের আজিমুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৫০), একই এলাকার রবিউল আলমের স্ত্রী রোজি (৮২), তার ছেলে সিজান (২৪), মহাদেবপুর হঠাৎপাড়ার আবুল কালাম আজাদের ছেলে সায়েম (২৭), মহাদেবপুর সদর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী খাতিজা (১৭), মহাদেবপুর এনায়েতপুর গ্রামের ময়নুল হোসেনের স্ত্রী স্ত্রী লিপি আকতার (২৫), রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজা (৪৫), একই গ্রামের যুগল চন্দ্রের স্ত্রী সুজাতা রাণী (৪২), সফাপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে চয়েন উদ্দিন (৩০), জিগাতলা গ্রামের মৃত মফিজ সরদারের ছেলে জিল্লুর রহমান (৫০), চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামের মৃত তফের উদ্দিনের ছেলে আবুল কালাম (৫৫) ও হাতুড় গ্রামের সৈয়দ আলীর ছেলে মাসুদ রানা (৩৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host