এন এস বি ডেস্ক: অতিদ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মৎসজীবী দল আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।হাফিজ উদ্দিন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা যে এত দ্রুত পালাবেন, এটা কেউ কল্পনা করতে পারিনি। রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে শিশু হত্যা করেছেন তিনি। সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। হাসিনা সরকারকে সরিয়েছে স্বয়ং আল্লাহ।