এসএসবি ডেস্ক: ড. ইউনূসকে তলব করেছে দুদক। আগামীকাল ৫ই অক্টোবর সশরীরে দুদকে হাজির হতে বলেছে ড. ইউনূসকে। গণমাধ্যমকে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ড. ইউনূস ছাড়াও অন্য যাদের তলব করা হয়েছে- তারা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম (৫০), সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান (৬৩), পরিচালক পারভীন মাহমুদ (৬২), নাজনীন সুলতানা (৬১), মো. শাহজাহান (৬৫), নূরজাহান বেগম (৭২) ও এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী (৬২)। এদের মধ্যে প্রথম তিন জনকে আজ ৪ঠা অক্টোবর এবং পরের পাঁচ জনকে ৫ই অক্টোবর হাজির হতে বলা হয়েছে। এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন বলে ড. ইউনূসকে ডেকেছেন। আসা না আসা সেটা তার ব্যাপার। সাংবাদিকদের দুদক চেয়ারম্যান বলেন, কাউকে জিজ্ঞাসাবাদের বিষয়টি কমিশনের কাজ নয়। কমিশন সিদ্ধান্ত নেয় মামলা হবে কি, হবে না। এ বিষয়ে মামলা হয়েছে, এখন তদন্ত কর্মকর্তা ঠিক করবেন কাকে তিনি ডাকবেন। তিনি যাকে প্রয়োজন মনে করবেন তাকেই ডাকবেন। বলেন, আজ ৪ঠা ও আগামীকাল ৫ই অক্টোবর ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের ৭ জনকে তলব করা হয়েছে। ড. ইউনূসকে ৫ই অক্টোবর হাজির হতে বলেছে।