খুলনা প্রতিনিধি।। খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের হেলাল উদ্দিন শেখের দু বছরের শিশু ফাহিম শেখ দেয়াল চাপায় মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়: ,সকাল নটার দিকে ফাহিম বাড়ির সামনে রাস্তায় খেলছিল। হঠাৎ আকাশে দমকা বাতাসসহ বৃষ্টি শুরু হয়। ফাহিমকে ডাক দিলে সে বাড়ির ভিতরে আসে। হঠাৎ বাতাসের ধাক্কায় দেয়াল ভেঙে তার পিঠে পড়লে সে লুটিয়ে পড়ে । দ্রুত তাকে নিয়ে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ।সেখান থেকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে সে মারা যায়।
বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাগুরাগোনা ক্যাম্প ইনচার্জ আবু বক্কর জানান; বিষয়টি নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন করার জন্য অনুমতি দেয়া হয়েছে।