রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে আগামী ৫ জুন ওই উপনির্বাচন অনুষ্ঠানে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
নির্বাচন কমিশন এবং অন্য এক পক্ষের আবেদনে শুনানির পর আজ বুধবার (৮ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে ইসির আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান। রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
আইনজীবী মো. খালেকুজ্জামান বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করায় ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হতে আর কোনো বাধা থাকছে না।’
নতুন তফশীল হলেও হয়তো পেছাবে না ভোট গ্রহণের তারিখ। এ বিষয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত দেয় সেটি দেখার অপেক্ষায় রয়েছে রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা।
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোটের তারিখ গত ২৩ এপ্রিল এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।