ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সারথির উদ্যোগে দুস্থ অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ কর হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় উপশহর পাড়া প্যারাডাইস স্কুল মাঠে এই শাড়ী বিতরন কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন সারথির সভাপতি ড.তপন কুমার গাংগুলি , সহ সভাপতি বিশিষ্ট কৌতুক শিল্পি হুমায়ুন কবিরী টুকু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সদস্য জাহানারা, গুলশানারা, লুনা, মুন্নি, শিল্পী, কোহিনুর, আলোমতিসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্ন সারথির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী পিকু।
অসহায় নারী সুফি বেগম শাড়ী পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি বলেন,এই সময়ে শাড়ীটা পেয়ে আমার খুব উপকার হয়েছে। এ উপকারের কথা আমি কখনো ভুলবো না। মহান আল্লাহ তোমাদের যেন আরও বেশী বেশী দান করার তৌফিক দেন। শাড়ি পেয়ে আর একজন মহিলা ছুটু বেগম বলেন, এই অভাবের সময় শাড়িটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। যারা অন্যের ইজ্জত বাচায় মহান আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক শাড়ি বিতরণ শেষে, সামনের মাসে ৫০জন অসহায় বাচ্চাদের মাঝে বস্ত্র বিতরনের আশাবাদ ব্যক্ত করেন।