ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভার সার্ভেয়ার রিপনের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ক্যামেরা ভাংচুর ও শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক শাহ মোঃ রবি’র বাদী হয়ে রিপনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় এজাহার দাখিল করেছে।
রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টায় ঝিনাইদহ পৌরসভার ৩ নং ওয়ার্ডের টিবলেপাড়ায় এই ঘটনা ঘটে। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, পৌরসভার নিয়মনীতির তোয়াক্কা না করে স্থায়ী ভাবে প্রাচীর নির্মাণ করছে এমন তথ্যর ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে পৌরসভার সার্ভেয়ার রিপন সাংবাদিকদের উপরে চড়াও হয় এবং তাদের শারীরিক ভাবে লাঞ্চিতসহ তাদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন ভাংচুর করে। স্থানীয় লোকজন এবং পার্শ্ববর্তী জমির মালিক বলেন রিপন সার্ভেয়ার, তিনি নিয়ম বহির্ভূতভাবে ৩ ফুট জায়গা না ছেড়ে স্থায়ীভাবে প্রাচীর নির্মাণ করছে এমন সংবাদেও ভিত্তিতে, সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে আসে এর এক পর্যায়ে, হটাৎ করেই সার্ভেয়ার রিপন ঘটনাস্থলে পৌছে। এসময় সাংবাদিক রবি পৌরসভার নিয়ম না মেনে কাজ করার বিষয়টি জানতে চাইলে সার্ভেয়ার রিপন রবির মোবাইল ফোন কেড়ে নিয়ে পাকা রাস্তার উপর আছাড় মেরে ভেঙ্গে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিক রবিকে উপর্যুপরি কিল ঘুষি মারতে থাকে। সেময় ঘটনাস্থলে থাকা আরও ৪/৫ জন সাংবাদিক রবিকে তার হাত থেকে উদ্ধার করে। তারপরেও রিপন ক্ষান্ত না হয়ে পুনরায় সাংবাদিকদের খুন জখম করার উদ্দেশ্য দৌড়ে গিয়ে বিভিন্ন মাস্তান বাহীনিকে ফোন করে ডাকতে থাকে। তার ডাকে অন্যান্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পুনরায় সাংবাদিকদের আক্রমন করলে স্থানীয় লোকজন তাদেরকে প্রতিরোধ করে। এসময় তারা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। ঘটনাটি তাৎক্ষণিক ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহিন হোসেনকে মোবাইল ফোনে অবগত করে। বিষয়টি নিয়ে শাহ মোহাম্মদ রবি ঝিনাইদহ সদর থানায় রিপন হোসেনসহ অঞ্জাত ১০/১ কে আসামী করে ২৯ তারিখ সন্ধ্যায় মামলা দায়ের করেছে। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন হোসেন বলেন অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রিপনের এর নিকট ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।