ঝিনাইদহ প্রতিনিধিঃ আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ২৯৮ আসনে চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে ঝিনাইদহ ৪টি আসন থেকে যারা মনোনয়ন পেয়েছেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর- মহেশপুর ) আসনে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাউদ্দীন মিয়াজী। ঝিনাইদহ-৪ ( কালীগঞ্জ-ঝিনাইদহ সদরের ৪টি ইউপি) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল আজিম আনার।