মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এ আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ বেলা ১২ টায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় মূল বিষয় বস্তু হলো,,মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এসে বিভাগ পরিবর্তন শিক্ষার্থীদের অনর্গসরতার মূল কারণ “।
উক্ত বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশ গ্রহণ করেন তারা হলেন দ্বিতীয় বর্ষেরশিক্ষার্থী মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, মিলি আক্তার, ও আছি য়া জামান।অন্য দিকে বিপক্ষে অংশ গ্রহণ করেন নৈমি ইসলাম অনন্যা,মিসুআক্তারও সামিয়া জামান নিপা।
সভায় সভাপতিত্ব করেন ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বাবু বিবেকানন্দ বৈদ্য।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করে ন কলেজের গভর্নিং বডি র সদস্য ও কবিরাজপুরছইফউদ্দিন ডিগ্রি কলেজ ডিবেটিং সোসাইটির সদস্য সচিব প্রফেসর কাওসার আলম মিঠু। বিতর্ক প্রতিযোগিতায় প্যালেন বিচারক হিসেবে বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক সুশান্ত দত্ত, অধ্যাপক মোঃ জাহিদ হাসান ও বাবু উজ্জ্বল কুমার মন্ডল। প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।