ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে-২০২৩ অনুষ্ঠান শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় থানা অভ্যান্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মিজানুর রহমান এর সভাপতিতত্বে সভায় বক্তৃতা করেন, লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা ও পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) শেখ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ৫টি কমিউনিটি পুলিশের সভাপতি যথাক্রমে শেখ মুস্তাফিজুর রহমান বুলু, আনন্দ কুমার দাশ, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ আছাবুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন ও ইউপি সদস্য সঞ্জয় ধর সুমন। সভায় সড়ক মহাসড়কে শৃংখলা ফিরিয়ে আনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে যথাযত ব্যবস্থা গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করে একটি খসড়া রেজুলেশন করা হয়। এসময় বিপুল সংখ্যাক চালক শ্রমিক কর্মকর্তা ও সর্বসাধারনরা উপস্থিত ছিলেন।