বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কলকাতায় মঙ্গলদীপ ও বঙ্গভূমি সাহিত্য পত্রিকার বার্ষিক সাহিত্য সম্মেলন

মহীতোষ গায়েন, কলকাতা ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন

মহীতোষ গায়েন, নিউজ সোনার বাংলা,কলকাতা  ডেস্ক : ১৭ই, সেপ্টেম্বর,২০২৩ কলকাতার শিয়ালদহের কৃষ্ণপদ হলে মঙ্গলদীপ সাহিত্য পত্রিকা পত্রিকার বার্ষিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। প্রায় শতাধিক কবি,সাহিত্যিক উপস্থিত ছিলেন উক্ত সাহিত্য সম্মেলনে। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা ও লেখক ভাস্বর চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক ও ঔপন্যাসিক নলিনী বেরা,পুলিশ ফাইল খ্যাত অভিনেতা বিশ্বজিৎ দত্ত, চ্যানেল ভিশন ও রূপসী বাংলার বিভিন্ন অনুষ্ঠানের পরিচালক সামসের মল্লিক, বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমির সভাপতি সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ,কবি কুমুদ রঞ্জন মল্লিকের উত্তরসুরী কবি মহাশ্বেতা বন্দোপাধ্যায়, অধ্যাপক গবেষক,ইতিহাসবিদ ডঃ সার্বজিৎ যশ, অধ্যাপক তপন কুমার বালা, গল্পকার ও সাংবাদিক উপল দত্ত সহ উত্তরবঙ্গের কবি ও সাহিত্যিক দীপ্তি মুখার্জী, প্রবীর রায় সহ মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার সভাপতি বিশিষ্ট রাবীন্দ্রিক গবেষক,কবি, সাহিত্যিক ডঃ সমীর শীল মহাশয়। অনুষ্ঠানে সম্পাদক সুরজিৎ কোলে ও সহ সম্পাদক ডঃ অর্ণব দত্তের যৌথ সম্পাদিত মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যা কাশফুল, বঙ্গভূমি সাহিত্য পত্রিকার ডঃ অর্ণব দত্ত ও ডঃ সহদেব দোলুই সম্পাদিত আগমনী ও ডঃ সহদেব দোলুই এর একক কাব্যগ্রন্থ গল্পের আটকাহন এর মোড়ক উন্মোচিত হয় বিশিষ্ট অতিথিবর্গের হাত দিয়ে।

 অনুষ্ঠানে বিশিষ্ট কবি,সাহিত্যিকদের বঙ্গ সাহিত্য রত্ন, বঙ্গ সাহিত্য গৌরব সম্মান ,বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান, মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান, মঙ্গলদীপ ক্রীড়া রত্ন, রমাপদ চৌধুরী স্মৃতি সম্মান,মাদার টেরেজা সম্মান, অগ্নিবীণা সম্মান, নীললোহিত সম্মান, সঙ্গীত রত্ন সম্মান,হীরক জ্যোতি উপাধি, সুন্দর লাল বহুগুনা বৃক্ষ বন্ধু সম্মান ইত্যাদি প্রদান করা হয়। কবিতা পাঠে অংশগ্রহণকারী প্রত্যেক কবিকে আরণ্যক সম্মানে সম্মানিত করা হয় ও কবিতা প্রতিযোগিতায় সেরা পাঁচ বিজয়ীদের স্বর্গীয় প্রদীপ কুমার বসু স্মৃতি সম্মান প্রদান করা হয়। রিষড়ার মডার্ন ড্রয়িং স্কুলের ছাত্রী শিশু চিত্রশিল্পী সৃজিতা কোলে তার নিজের আঁকা ছবি তুলে দেয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা ও লেখক ভাস্বর চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক ও ঔপন্যাসিক নলিনী বেরা,জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত ও যুগ্ম সম্পাদক অর্ণব দত্তের হাতে। উত্তরবঙ্গের বিশিষ্ট কবি প্রবীর রায় মহাশয় তার ঠাকুরমার নামাঙ্কিত স্বর্গীয়া উমা রায় স্মৃতি সম্মান তুলে দেন বিশিষ্ট অতিথিদের হাতে।এছাড়াও পাঁচটি পত্রিকার সম্পাদকদের সম্পাদকীয় সম্মাননা তুলে দেওয়া হয়। কবিতা প্রতিযোগিতার বিচারকদের হাতে বিচারক সম্মাননা, পত্রিকার সংগঠকদেরও সম্মানিত করা হয়।আগামী দুর্গা পূজা উপলক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সহিত পরিচালনা করেন কবি শ্রী সুজন, পূর্বাশা মিত্র ও অর্ণব দত্ত। মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক সুরজিৎ কোলে জানান, আগামীদিনে তাঁদের বাংলা সাহিত্য ও ইতিহাস নিয়ে যৌথভাবে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আছে এবং গ্রাম, বাংলার প্রত্যন্ত এলাকার কবি, সাহিত্যিকদের প্রতিভাকে সকলের সামনে উপস্থাপিত করতে চান ও তাঁদের যথাযোগ্য সম্মান প্রদান করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host