এস,এম এ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে দুর্নীতি বিরোধী র্যালী বের হয়ে কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমলেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার আবুল কালাম।এসময় আরও উপস্হিত ছিলেন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রুল আলম,কয়রা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আবু দাউদ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফিরোজ আলম।আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন গোবরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মেসবাহ উদ্দীন।
আলোচনা সভা শেষে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।