কাওসার আলম মিঠু,স্টাফ রিপোর্টার : আজ সকাল দশটায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত ২০২৩-২০২৪ ইং সালে ভর্তি কৃত ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন শেষে ক্লাস উদ্বোধন হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মৃনাল গাইন।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃটিপু সুলতান মাতুব্বর। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষকসমিতির নেতা ও আসাফো মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির নেতা ষ্টাফ কাউন্সিল এর সেক্রেটারি অধ্যাপক সুশান্ত দত্ত, শিক্ষক প্রতিনিধি বিভুতি ভুষন বাড়ৈ সহকারী অধ্যাপক জাহিদ হাসানসহ আরো অনেকে।
কলেজ এ ভর্তি কৃত ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ খাইরুল ইসলাম। সভা পরিচালনা করেন কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক মোঃসাহাদাত হোসেন।