মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলা ও শরীয়তপুর জেলা র জোনাল অফিসে র আয়োজিত বীমা শিল্পকে জনগনের দ্বার গোড়া য় পৌঁছে দেওয়া র লক্ষ্যে এন আরবি ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী র নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা ও বিশেষ উন্নয়ন সভা সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতি ত্ব করে ন ইভিপি ও জোন ইনচার্জ মওলানা মোঃ আব্দুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও উন্নয়ন ব্যক্তিত্বএবং ইসলামি চিন্তা বিদ আলহাজ্ব মোঃ শাহ’ জামাল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির এস ইভিপি সেলস এন্ড মার্কেটিং আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কোম্পানির প্রশিক্ষণ এবং গবেষণা বিভাগের প্রধান মোঃ মাহমুদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির এস ই ভিপি মোঃ গোলাম মোস্তফা কামাল , মাদারীপুর জেলার শিবচর জোনাল ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, টেকেরহাট জোন ইনচার্জ আসাফো নেতা কাজী মোঃ সাইদুর রহমান। সভা পরিচালনা করেন কোম্পানির এভিপি মোঃ এনায়েত হোসেন। আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জোনাল ইনচার্জ মওলানা মোঃ আব্দুর রহমান।