শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এক বছর পর শৈলকুপা হাসপাতালে সিজার অপারেশন চালু

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : দীর্ঘ একবছর বন্ধ থাকার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন পুনরায় চালু হয়েছে। এ ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত উপজেলাবাসী। বুধবার(১১ সেপ্টেম্বর) সকালে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু করা হয়। এছাড়াও বিভিন্ন ক্লিনিকের দালাল ও ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভ হাসপাতালে ঢুকতে নিষেধাজ্ঞা জারি, সেবা গ্রহীতাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল চুরি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ কার্যক্রম চালু হওয়ায় স্থানীয়রা জানান, কোনো প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর কিংবা কুষ্টিয়া যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সরকারিভাবে সিজারিয়ান অপারেশন এখানে না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে উপজেলাবাসীর। বিকল্প হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অপারেশন করাতে হতো। এতে খরচও হতো অতিরিক্ত। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় আমরা হাসপাতাল ডাক্তারদের প্রতি কৃতজ্ঞ।
‘‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, অদৃশ্য কারণে গত একবছর নরমাল ও সিজার অপারেশন বন্ধ ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর পুনরায় এ সেবা চালু করলাম। সপ্তাহে দুদিন রোববার ও বুধবার সিজার অপারেশন করা হবে। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফী ও এক্স-রে সেবাও চালু করা হয়েছে। সকলকে হাসপাতালে সেবা নিতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host