মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আরও ৫ জন অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন , শুক্রবার শপথ

এন এস বি ডেস্ক:
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন

এনএসবি ডেস্ক: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে। নতুন করে যুক্ত হচ্ছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন বলেও সূত্রে জানা গেছে। তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন, তা জানা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে চলতি মাসের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইদিন ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জনও শপথ নেন। তবে ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধানসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন। ১৬ জন উপদেষ্টার মধ্যে দফতর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host