এনএসবি ডেস্ক: আমেরিকার ভিসা নিষেধাজ্ঞাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না উল্লেখ করে দলটির নেতারা বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তারা।দুপুরের পর থেকেই মিছিলে স্লোগানে মুখর হয় পুরো এলাকা। সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।সমাবেশে আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘জানিয়ে দেয়া হয়েছে, আমেরিকা যাবো না। আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ। নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।’বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এই পরিস্থিতি মোকাবিলা করতে মাঠে থাকতে হবে। রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। আওয়ামী লীগ নির্বাচনের বৈতরণী সফলতার সাথে পার হবে। আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না।বিএনপির সহিংসতার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, মার্কিন কোর্ট তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। কোনো বিদেশি শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। ভয় দেখিয়ে লাভ নাই। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। নির্বাচনের বিরোধিতা করলে রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে। আগামী নির্বাচনে আবারও জনগণ নৌকার পক্ষে রায় দেবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা।