মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সমবায় অফিসার ফজলে এলাহী লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমবায় অফিসার হিসেবে গত ১২-১১ -২০১৮ ইং তারিখে যোগদান করার পর থেকে আদিতমারী উপজেলা সমবায় দপ্তরটি জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে । ইতিমধ্যেই আদিতমারী উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি ৩য় পর্যায়ে প্রশিক্ষনার্থীদের দেশের বিভিন্ন স্থানে কর্মসংস্থানের সৃষ্টি করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ইনিস্ট্রলেশন এন্ড মেইনটেন্যান্স , মোবাইল ফোন সার্ভিসিং , প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, টাইলস ফিটিং এন্ড মার্বেল ওয়ার্কস, ফিজিসারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, স্টিল বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন, ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং , প্রশিক্ষনার্থীদের সফলতার সাথে সম্পন্ন করে বিভিন্ন স্থানে কর্মসংস্থান সৃষ্টি করে দিতে সক্ষম হয়েছে , সমবায় দপ্তরটি কিছু পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে মোট সমবায় সমিতির সংখ্যা ১৩৬ টি ব্যক্তি সদস্যের সংখ্যা ২৪৫৬৮ জন মোট কার্যকরী মূলধন ৩০ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার টাকা সমবায় এর মাধ্যমে কর্মসংস্থান ৯২০ জন নিজস্ব মূলধন বিনিয়োগের পরিমাণ ৮ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার টাকা, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সমিতির সংখ্যা ১ টি , গত বছরের সমিতির নিট লাভ ৮ লক্ষ ৮৪হাজার ৩১০ টাকা , আশ্রয়ন ফেইজ টু প্রকল্পের সংখ্যা ২টি ঋণ বিতরণ ২৩ লক্ষ এক হাজার টাকা, ঋণ আদায় ১১ লক্ষ ২৪ হাজার ৮ শত ৬৯ টাকা, আশ্রয়ন প্রকল্পঃ আশ্রয়নের সংখ্যা দুইটি ,পূর্ণ ঋণ বিতরণ ১৮ লক্ষ ৯১ হাজার পাঁচশত ১৫ টাকা, ঋন আদায় ১৬ লক্ষ ৬৪২ টাকা, আশ্রম প্রকল্পের সাফল্য গাথা সমবায় বিভাগ থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা সঠিক ব্যবহারের মাধ্যমে ভেলাবাড়ী আশ্রয় প্রকল্প একজন এবং পূর্ব ভেলাবড়ী আশ্রয় প্রকল্পের ৬ জন স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। উপজেলা একাধিক দপ্তরের কর্মকর্তাগণ জানায় ফজলে এলাহী যোগদানের পর থেকেই পাল্টেছে অফিসের চিত্র সেই সাথে জাতীয় সমবায় দিবস যথাযথভাবে উদযাপন করে আসছেন বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে আসছে। আরাজি দোওডোবা স্বর্ণমতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল আহাদ এই প্রতিনিধিকে বলেন স্যার একজন অত্যন্ত দক্ষ ও মেধাবী ইতিপূর্বে এরকম স্যার আমরা কখনো পাইনি স্যার অত্যন্ত ভালো মানুষ সময়ের কাজ সময়ে করে দায়িত্ব পালনে নেই কোন অবহেলা ভবিষ্যতে এরকম অফিসার এই উপজেলা পাওয়া দুষ্কর হবে বলে তিনি দাবি করেন ।