এসএসবি ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত জানুয়ারিতে সরকার আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ই জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ই জানুয়ারি থেকে আগামী বছরের ১১ই জুলাই পর্যন্ত দেড় বছর মেয়াদে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হলো। তবে তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। গত ১১ই জানুয়ারি থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অবসরে যাওয়ার কথা ছিল। সরকার তাকে চুক্তি ভিত্তিতে পদে বহাল রাখে। আগামী বছরের ১১ই জুলাই পর্যন্ত তিনি এ পদে থাকবেন। আইজিপি পদটি সিনিয়র সচিবের পদ মর্যাদার।