এনএসবি ডেস্ক:গণভোটের জন্য চারটি বিষয়ের ওপর তৈরি করা প্রশ্ন জনগণের ওপর জবরদস্তিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।সালাহউদ্দিন বলেন, ‘গণভোটের জন্য চারটি বিষয়ের ওপর যে প্রশ্ন দেয়া হয়েছে তা জনগণের ওপর জবরদস্তিমূলক। জনগণকে জবরদস্তিমূলক বলা হচ্ছে আপনি হ্যাঁ অথবা না বলবেন।’ ‘সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার বিষয়টি ঐকমত্য কমিশনে আলোচনাই হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর্ডার একটি ইতিহাস। সংবিধান গৃহীত হওয়ার আগে এই অর্ডারে দেশ পরিচালিত হতো। এই আদেশের ব্যাপারে জুডিশিয়ারি বিভাগ বলতে পারবে। আইনি বৈধতা কতটুকু রয়েছে তা নিয়ে প্রশ্ন আছে।’ সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই সনদের বহু গড়মিল রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সনদে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু আনা হয়েছে। জাতির মধ্যে যে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে, এর দায়িত্ব কি প্রধান উপদেষ্টা নেবেন?’ সালাহউদ্দিন আরও বলেন, ‘জুলাই সনদের কপিতে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলোর ভাবনা উল্লেখ রয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন। কিন্তু সুপারিশমালায় সেসব নেই। তাহলে কি প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরকে লঙ্ঘন করলেন না?’