সূর্য উঠবে আবার সবুজ শিহরনে
মহীতোষ গায়েন
লেক-ফুটব্রিজের ঘড়ির মাথায় সূর্য ডুবছে ,
মানুষ চাইছে চেনা মানুষের নম্র,বিনয়ী মুখ
আসুক সমূহ সমাজে; মাটি হোক প্রকৃত খাঁটি,
ধন ধান্যে ভরিয়ে দিক মানুষের মন,মানুষের মা।
অশ্বিনের শেষে বাতাসে হিমেল পরশ
শীতকাল এসে গেলো ভাস্করদা,কার্তিক
চলে এলো বলে,হেমন্তের মাঠে মাঠে গান..
নদীতে দীপদানে অশুভ শক্তি নাশের ইঙ্গিত।
পুণ্য অর্জনের জন্যে বাংলার সংস্কৃতিকে
বাঁচিয়ে রাখার ব্রতে জাগছে সুপর্ণারা,এবারও
সচেতন মানুষ; ভগবান বিষ্ণুর কৃপায় পূর্ণতা
বর্ষিত হোক বাংলার উপর আঘাত প্রতিরোধে।
মন্দিরে মন্দিরে ঘন্টা বাজবে সব মাঙ্গলিক…
মসজিদের আজানেও বাংলা রক্ষার ডাক…
আবার বাংলার ঘরে ঘরে সূর্য উঠবে,ছাব্বিশে
তপোব্রত জোৎস্নায় পুণরাগমনের উৎসমুখ।
ঘাসফুলে ভরে যাক বাংলার মাঠ ঘাট পথ,
এসো হাতে ধরি হাত,কাঁধ কাঁধ মিলিয়ে জোট
বাঁধি,ইতিহাসের সবুজ স্বাক্ষী হতে মানুষ প্রস্তুত,
ঘাসের মাঠেঘাটে সবুজ সূর্য ওঠা দেখবে অম্লান