মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু : মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা এলাকায় পাখুল্লা সিরাজকাঠী উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুলের ছাত্র ছাত্রীদের আয়োজনে স্কুলের খন্ডকালিন শিক্ষক গোপাল বালার উপর সম্প্রতি কিশোর কিশোরীর প্রেমের ঘটনায় সংর্ঘষে আহত হন এ শিক্ষক। এরি প্রতিবাদে স্কুলের ছাত্র ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। যদিও যার বিরুদ্ধে হামলার অভিযোগ দেওয়া হয়েছে তিনিও একই স্কুলের অফিস সহকারী উত্তম বালা। এঘটনায় শিক্ষক গোপাল বালা ও অফিস সহকারী উত্তম বালাও আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
(১২ অক্টোবর রোববার) ১১টায় রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা সিরাজকাঠী উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুলের ছাত্র ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে দাবী করেন তাদের শিক্ষক গোপাল বালার উপর যে হামলা হয়েছে তার হামলাকারীদের শাস্তি দাবী জানান তারা।
মানববন্ধনের উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র সুধন্য বৈরাগী, সঞ্জিতা বালা, তিশা বালা, সেতু বালা, প্রদীপ বালাসহ শিক্ষার্থীরা। উল্লেখ সম্প্রতি রাজৈর উপজেলার পাখুল্লায় কিশোর কিশোরীর প্রেমের ঘটনার যে দুই পক্ষের সংর্ঘষ হয়েছিলো ওই ঘটনায় ১২জন আহত হন, যার জন্য মানববন্ধন করা হয়েছে তিনিও ওই ঘটনায় মাথায় জখম নিয়ে আহত হন।