এন এস বি ডেস্ক: জঙ্গিবাদের নামে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারার এটিইউ’র সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। রেজাউল করিম বলেন, ‘বর্তমানে উগ্রবাদের তেমন উত্থান না থাকলেও যেকোনো সময় হতে পারে। তাই অতীত ভুলে আগামীতে যেন দেশে জঙ্গিবাদের উত্থান না ঘটে সেই লক্ষ্যে কাজ করছে এটিইউ।’ যারা জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা নীরিহ মানুষকে টার্গেট করে মোটিভেট করে বলে জানান এটিইউ প্রধান। সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উগ্রবাদীদের তথ্য যেন সাধারণ মানুষ আমাদের জানাতে পারে তাই ইনফো এটিউ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে। মানুষ চাইলেই এখানে তথ্য দিতে পারবে।’ তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে বলেও আস্বস্ত করেন রেজাউল করিম।