শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বারাসত রবীন্দ্রভবনে অনুষ্ঠিত উত্তর ২৪পরগনা তৃণমূল শিক্ষা সেলের শিক্ষক সম্মাননা ও শিক্ষক সম্মেলন

রাজীব দত্ত ও সুখময় মন্ডল,বারাসত , উত্তর ২৪পরগনা
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

রাজীব দত্ত ও সুখময় মন্ডল,বারাসত , উত্তর ২৪পরগনা :  উত্তর ২৪পরগনা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের আয়োজনে ও ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকারের তত্ত্বাবধানে বারাসত রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো “শিক্ষকদের সম্মাননা প্রদান ও শিক্ষক সম্মেলন-২০২৫” । আজকের সভায় উপস্থিত ছিলেন প্রায় ৪০০০ শিক্ষক, পার্শ্ব শিক্ষক, অধ্যাপকরা এবং তৃণমূল কংগ্রেসের জেলা ও আঞ্চলিক নেতৃত্বরা। শিক্ষক সম্মাননা ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠানটিতে আজ সবাই শপথ নিলেন করবো,লড়বো জিতবো ,২০২৬ এ তৃণমূল কংগ্রেস সরকারকে আনবো। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী ও বাংলার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধচারণ রুখে SIR এর হুঁশিয়ারি উপেক্ষা করে ২০২৬ -এর শপথ আজই গৃহীত হলো ও কার্যকর করার অঙ্গীকার এদিন হাজার শিক্ষকের অন্তরে প্রতিস্থাপিত হলো রবীন্দ্র ভবনের গেটের বাইরের সমস্ত বিরোধীতা রুখে দিয়ে। আজকে কিছু দুষ্কৃতকারীরা অনুষ্ঠানে আমন্ত্রিত সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে সভায় ঢুকতে দেয় নি। বিশেষ রাজনৈতিক দায়িত্ব অর্পিত হওয়ার কারণে শিক্ষা সেলের চেয়ারম্যান , রাজ্য ওয়েবকুপার সভাপতি অধ্যাপক ব্রাত্য বসুকে কলকাতার বাইরে যেতে হয়, সে কারণে তিনি আজকের সভায় উপস্থিত থাকতে না পারলেও একটি অডিও বার্তার মাধ্যমে সমস্ত শিক্ষকদের মঙ্গল কামনা ও শুভ শারদীয়ার দিলগুলির জন্য নান্দনিক শুভেচ্ছা ও শুভকামনার বার্তা দেন।
আজকের এই সভায় মুখ্য বক্তব্য রাখেন ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি অধ্যাপক মহীতোষ গায়েন, তিনি তার বক্তব্যে বলেন “আমরা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের অপপ্রয়াস প্রতিহত করবো। বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন ও বাঙালিয়ানার উপর আঘাত হেনে, বাংলায় যারা কথা বলেন তাদের উপর অত্যাচার ও বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের কর্মসূচিতে অংশ নেব, এবং প্রাথমিক ,মাধ্যমিক সমিতি, পার্শ্ব শিক্ষক সমিতি ও ওয়েবকুপার জন্য দলীয় সূচি অনুযায়ী ডোরিনা ক্রসিং -এ আন্দোলন, সমাবেশ করবো শান্তিপূর্ণ ভাবে। সাথে সাথেই শিক্ষা সেলের চেয়ারম্যান ও ওয়েবকুপার রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসুর তত্ত্বাবধানে এবং দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে সমগ্র শিক্ষক সমাজ ও কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি তথা ওয়েবকুপা , মাঠে,ময়দানে,জনসভায়,পথসভায়, দুয়ারে দুয়ারে ৩৫টি সাংগঠনিক জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেবে বিগত দিনগুলোর মতোই ২০২৬ কে পাখির চোখ করে” এছাড়া এদিন বক্তব্য রাখেন ওয়েবকুপার জেলা নেতৃত্ব অধ্যাপক সৌমি দাশ, উত্তর ২৪পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রমুখ। আজকের সভা শুরু হয় রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে। আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশিত হয়। এদিনের  অনুষ্ঠানে ৪৪জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করে সামগ্রিক অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। আজকের শিক্ষক সম্মাননা ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠানটিতে ছিল উপচে পড়া ভিড়। সভার শুরুতে রবীন্দ্রভবনের নীচের রো উপরের রো ছিল কানায় কানায় পূর্ণ। বাইরে থেকে প্রায় ১৫০০ শিক্ষক গেটের বাইরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিকারীদের জন্য অনুপ্রবেশ করতে না পারলেও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুনেছেন মনোমুগ্ধকর অনুষ্ঠানটির সঙ্গীত, আবৃত্তি,ভাষ্য ও বক্তব্য। এখানেই এদিনের অনুষ্ঠানের সার্থকতা ও পূর্ণ সাফল্য এসেছে বলে তামাম বারাসতের আমজনতা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host