শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সেন্টমার্টিনে আরও ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

এন এস বি ডেস্ক:
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

এন এস বি ডেস্ক:  বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের নিকটবর্তী ‘সীতা’ নামক পয়েন্ট থেকে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ আরও ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য দিয়েছে ট্রলার মালিক সমিতি।মঙ্গলবার দুপুরে ট্রলারসহ এই ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ কাযুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।
তিনি জানান, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের মালিকানাধীন ট্রলার ও ৫ জেলেসহ সেন্টমাটিনে দক্ষিণে সাগর থেকে নিয়ে গেছে। ২জন বাংলাদেশি ও ৩জন মিয়ানমার রোহিঙ্গা নাগরিক। মঙ্গলবার দুপুর ২টার দিকে সেন্টমাটিনের দক্ষিণে সীতা নামক এলাকায় থেকে আরাকান আর্মির তাদের ধরে নিয়ে গেলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরেছেন।ট্রলার মালিকদের দেয়া তথ্য মতে, গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০টি ট্রলার ৬৩ জন জেলে ধরে নিয়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছেন বলে ধারাবাহিক তথ্য দিচ্ছে ট্রলার মালিকরা। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানো হচ্ছে। একই সঙ্গে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে ফেরত আনার চেষ্টা চলছে।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৬৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host