এন এস বি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি পাশাপাশি থেকেছে। আপনারা তো তাকেই ভোট দিবেন। কিন্তু পিআর পদ্ধতি তো তা নয়। হয় কোনো দলকে দিতে হবে না হয় দলের নামে প্রতীকে। তার পরে কেন্দ্র থেকে বাছাই করে নিবে। মানুষতো এই ধারণার সাথে পরিচিত নয়। কিন্তু দুই একটা দলের কাছে পিআর যেন মামার বাড়ির আবদার।’ বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপির আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, এদেশের মানুষ পিআর কি জানে না। কিন্তু ওটাই জোর করে আনতে হবে কেন? হঠাৎ করেই পিআর আনুপাতিক ভোট এটা দিতে হবে। এ ছাড়া তারা নির্বাচনে যাবেন না। এরকম তো কথা ছিল না।তিনি বলেন, আলোচনা করুন মানুষ জানুক। এদেশের মানুষ ১৬ বছর অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। ভোটররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট কেন্দ্রে বিচরণ করেছে গরু-ছাগল। আগে আমরা যে পদ্ধতিতে করে এসেছি সেই পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সেটাই চালু হোক। উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা.মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় যুবদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু।এর আগে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহত ১৬ জন পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান এবং অটোরিকসা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রহমান রুমন।