শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মোংলা বন্দরে নদীতে পড়ে বাল্কহেড নাবিক নিখোঁজ

Reporter Name
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
Oplus_131072

খুলনা ব্যুরো।। মোংলা বন্দরের পশুর নদীতে পড়ে নিখোঁজ রয়েছে বাল্কহেডের এক নাবিক। আজ শনিবার সকাল ৬ টায় বন্দরের ৫ নং জেটির বিপরীত পাশে পশুর চ্যানেলে অবস্থানরত বাল্কহেড থেকে ওই নাবিক অসাবধানতাবশত নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের যৌথ অভিযান চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মাকরুজ্জামান মুন্সী জানান, মেসার্স স্টার শিপিং লাইনস এর মালিকানাধীন বাল্কহেড এমভি. শোভা মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর চ্যানেলে অবস্থানকালে সকাল ৬ টার দিকে লস্কর মো. রাব্বি নদীতে পড়ে নিখোঁজ হয়। এ খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দরের ইপিজেড শাখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছে এবং তাদের ডুবুরি দল নিখোঁজ নাবিকের সন্ধ্যান ও উদ্ধার তৎপরতা শুরু করে। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ড্রান ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host