এন এস বি ডেস্ক: ভারতের নয়াদিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা।
বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রে বসে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক আসামিরা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে আসছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।