খুলনা ব্যুরো।।:খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামিকে খালিশপুর এর আলমনগর থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ৬ আগস্ট বুধবার খালিশপুর থানা পুলিশ কর্তৃক মাদক মামলায় গ্রেফতারকৃত আসামী ইউসুফ হাওলাদার বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি এবং পরবর্তীতে প্রিজন সেলে রাখা হয়। ৭ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে ইউসুফ হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পাশাপাশি পুলিশ হেফাজত হতে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রি:, ধারা-২২৪ পেনাল কোড রুজু করা হয়।
পুলিশ জানায়, আজ ১৩ আগস্ট বুধবার দুপুর ১ টার সময় খালিশপুর থানা পুলিশ নগরীর আলমনগর এলাকা হতে ইউসুফ হাওলাদার (২৫), পিতা-মৃত শাহজাহান হাওলাদার, সাং-আলমনগর, থানা-খালিশপুর, খুলনাকে পুনরায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।