কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য রেজাউল করিম। বুধবার ১৩ আগস্ট কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে। লিখিত বক্তব্যে রেজাউল করিম বলেন, গত ১২ আগস্ট মাঝের আইট গ্রামের আনিছুর রহমান সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, ওই নারীর স্বামী আনিছুর রহমান তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করছেন।
সাবেক এই ইউপি সদস্য আরও জানান, ওই নারী বিভিন্ন সময় তার কাছে আর্থিক সহায়তা চাইতেন। সর্বশেষ তিনি ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন। রেজাউল করিম সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারী তার বিরুদ্ধে এলাকায় আজেবাজে কথা বলতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় তার স্বামী মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
বারবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে নিজের জনপ্রিয়তার কথা উল্লেখ করে রেজাউল করিম বলেন, প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে না পেরে এখন সামাজিকভাবে তার সম্মানহানি করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।