বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে মাল্টা সংগ্রহ ও বিপণনে সুনির্দিষ্ট ক্যালেন্ডার প্রণয়ন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার বিভিন্ন বাগান স্থান হতে মাল্টা সংগ্রহ, পরিবহন ও বিপণন এবং মাল্টা সংগ্রহের তারিখ নির্ধারণের চার্ট ক্যালেন্ডার প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।   এছাড়াও জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, ফল বিক্রেতা, জেলার মাল্টা চাষি, খামারি ও বাগান মালিকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পিরোজপুর মাল্টা চাষের জন্য সুপরিচিত হলেও সঠিক সময়ে ফল সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের অভাবে চাষিরা প্রায়ই ক্ষতির সম্মুখীন হন। খামারিরা মূলত ১৫ সেপ্টেম্বর থেকে ফল সংগ্রহ শুরু করতে চাইলেও কৃষকদের অনুরোধে তারা ১ সেপ্টেম্বর থেকে ফল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরই মধ্যে অন্যান্য জেলা থেকে মাল্টা বাজারে আসায় স্থানীয় মাল্টা চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে অনেক চাষি মাল্টা চাষে নিরুৎসাহিত হচ্ছেন, যা জেলার জন্য শুভকর নয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সভাপতির বক্তব্যে বলেন, পিরোজপুরের মাল্টা এখন সারাদেশে সমাদৃত। আমরা চাই, এই সম্ভাবনাময় ফল চাষ টেকসইভাবে এগিয়ে যাক। এজন্য সংগ্রহ ও বাজারজাতকরণের সুনির্দিষ্ট সময়সূচি মেনে চলা জরুরি। যেনো কৃষকরা ন্যায্য মূল্য পান এবং বাজারে পিরোজপুরের মাল্টার স্বকীয়তা অটুট থাকে। জেলা প্রশাসন কৃষকদের স্বার্থ সংরক্ষণে সব ধরনের সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Uttoron Host