কুড়িগ্রাম প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা-দেশব্যাপী সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়। উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষনের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জোষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হান্নান, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, এশিয়ান টেলিভিশনের উলিপুর প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিন, প্রতিদিনের কাগজের উলিপুর প্রতিনিধি চন্দন সরকার, জোষ্ঠ সাংবাদিক নুরবক্ত মিয়া, নুরুজ্জামান, ভজন সাহা, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, প্রভাষক সাখওয়াত হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকান্ড তার জ্বলন্ত প্রমান। প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যা কান্ডের মাধ্যমে সারা দেশের সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। সবার সামনে একজন সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।