বুধবার (০৮ আগস্ট) ডুমুরিয়া উপজেলার আটলিয়াা, মাগুরাঘোনা ও সদর ইউনিয়নের সাজিয়াড়া, বিল পটিয়ার চর এলাকায় অসহায়, দুস্থ ও পানিবন্দী মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে ও সার্বিক দিক নির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, সরকার প্রদত্ত বরাদ্দকৃত এসব শুকনো খাবার উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।