রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুর ১ আসনে জামাত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী’র গণসংযোগ রাজৈরে কাগজ নিয়ে খেলা করায় ৭ মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাত শৈলকুপায় জমি বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে মামা খুন ক্রেজি টাইম লাইভ রোমাঞ্চকর অভিজ্ঞতার নতুন দিগন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামের উলিপুরে জোরপূর্বক রাস্তা তৈরিতে বাঁধা দিতেই দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ শৈলকুপায় মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন শৈলকুপায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ইরান-ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজৈরে কাগজ নিয়ে খেলা করায় ৭ মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাত

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত  মাদারীপুর প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানে বেত বা লাঠির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ,  মাঠে কাগজ নিয়ে খেলা করায় ৭ ছাত্রকে বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে  দেওয়া হয়। (০৫ জুলাই)  শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরের ‘বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা’য় ঘটে এই ঘটনা। আহত শিক্ষার্থীরা হলো, মোস্তাকিম ফকির, মাহিম, গোলাম আব্দুল্লাহ্, সাইফুল, সুলাইমান, আব্দুল্লাহ বেপারী ও জুয়েল। আহত শিক্ষার্থীদের বয়স ৫-৭ বছর।
স্বজন ও আহত শিক্ষার্থীরা জানায়, শনিবার সকালে ‘বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা’য় শ্রেণিকক্ষে আসতে দেরি করেন শিক্ষকরা। শিক্ষকের দেরি হওয়ায় কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার সামনের মাঠে কাগজের কয়েকটি টুকরা নিয়ে খেলছিল। হঠাৎ সেখানে উপস্থিত হয় সহকারি শিক্ষক শাকিল মোল্লা। পরে ওই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত করে ও শিক্ষক। এতে আহত হয় ৫-৭ বছর বয়সী ৭ শিক্ষার্থী। স্থানীয়রা শিক্ষার্থীদের চিৎকারে ছুটে আসলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা। পরে আহতদের উদ্ধার করে নেওয়া   হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
এদিকে মুঠোফোনে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা বলেন, শিশুদের খেলা দেখে রাগ নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এতেই ঘটেছে এমন ঘটনা। এজন্য দুঃখ প্রকাশ করছি। মাদ্রাসা থেকে চলে আসার পর ওই শিশুদের  আত্মীয়-স্বজন আমার উপর হামলা চালায়। আমাকেও ব্যাপক মারধর করে।
বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ  আব্দুল হালিম বলেন, শিশুদের মারধরের সময় আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম না। পরে শুনে আমি মাদ্রাসায় আসি, ততক্ষনে ওই শিক্ষক মাদ্রাসা থেকে চলে গেছে। বিষয়টিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ‘বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা’য় দুটি বিভাগে ৩০ জন শিক্ষার্থী পড়ালেখা করে। এক সপ্তাহ আগে ওই মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন পশ্চিম রাজৈরের বাসিন্দা শাকিল মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host