শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে মাঝরাতে ঘুমন্ত যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে আবু তালেব (৩০) নামে এক যুবককে লোহার রড দিয়ে খুঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে পূর্বশত্রুতার জেরে উপজেলার কাশিপুর বেঁদেপল্লীতে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত আবু তালেব কাশিপুর বেঁদেপল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। এছাড়া আহত হয়েছেন ছবেদ আলী (৬০) নামে আরও এক ব্যক্তি।
এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবেল হোসেন একই গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কাশিপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন একই গ্রামের রুবেল হোসেন। এসময় আবু তালেব বাইরে বের হলে লোহার ছুঁচালো অংশ দিয়ে তার বুকে আঘাত করেন রুবেল। এসময় বাধা দিতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করেন তিনি।


এক পর্যায়ে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। আহত ছবেদ আলী চিকিৎসাধীন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার রড দিয়ে আঘাত করে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবলকে আটক করেছে পুলিশ। পারিবারিক ঝামেলার কারণে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host