এন এস বি ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। এর জবাবে, চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিংও ওয়াশিংটনের কৃষিপণ্য আমদানির ওপর ১০-১৫ শতাংশ শুল্ক বসায়। এসব উত্তেজনার মধ্যেই দুই দেশ একে অপরের সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস বলেছে, যদি ওয়াশিংটন যুদ্ধই চায়, তা বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যেকোনো যুদ্ধ; শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছে বেইজিং।
জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথত।
এদিকে, শুল্কারোপ নিয়ে ট্রাম্প-ট্রুডো ফোনালাপের পরও কোনো সমাধান আসেনি। উল্টো, ট্রুডোকে ‘গভর্নর’ বলে ফের কটাক্ষ করেছেন ট্রাম্প। তবে, কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরোপুরি শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেয়া এবং কোনো ধরনের মধ্যস্থতা মেনে নেয়া হবে না।
সূত্র: আরটি, রয়টার্স