এনএসবি ডেস্ক:সরকারে বসে রাজনৈতিক দল গঠন ভবিষ্যত রাজনীতিতে খুব একটা ভালো বিষয় নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় দেশের বর্তমান পরিস্থিতিতে সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়েও শঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেন তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র উত্তরণে সবাইকে ঐকমত্য হতে হবে। নিজেদের মধ্যে সমঝোতা বাড়াতে হবে। বিএনপির সঙ্গে ছাত্র সমাজের মলোমালিন্য দূর হোক এটা নাগরিক ঐক্য চায়।’এ সময় বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, গণতন্ত্র মঞ্চ ও ছাত্র-সমন্বয়কদের নিয়ে বুধবার বিকেলে পল্টনের একটি হোটেলে বৈঠকের ঘোষণা দেন তিনি। সূত্র: সময় নিউজ