বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় খাল অবমুক্তিকরনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার  কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (২৫ ডিসেম্বর)  বিকাল ৩ টায় কয়রা সরকারি মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দরবন কোয়ালিশান এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও ওডিএফ।
 এতে মানববন্ধনে  বক্তব্য রাখেন সিএনআরএস সুন্দরবন কোয়ালিশানের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠন নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার , ওডিএফের কোমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় খাল অবমুক্ত কমিটির সভাপতি আবুল কালাম শেখ, সদস্য আবু মুছা, মুজাজিদুল ইসলাম, সুমাইয়া খাতুন, রিয়াজ রহমান, আমেনা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, কয়রা খালে অবৈধ ভাবে দখল করে নেট পাটা দিয়ে  স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে পানি প্রতিবন্ধকতা সমস্যার কারণে ওই অঞ্চলের মানুষেরা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মাছের প্রজনন কাজে ব্যাহত হচ্ছে।যে কারনে খালের নেটপাটা অপসারণ সহ অবমুক্তি করতে হবে।
  এ সময় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।  মানববন্ধন কর্মসূচিতে খাল অবমুক্ত কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host