সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে আল্লামা রুহুল আমিন ( রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ (আরাফ বাংলাদেশ) এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(২৫ ডিসেম্বর বুধবার) সকাল ১১টায় রাজৈর উপজেলার মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প অফিসে ফাউন্ডেশনের সভাপতি মো হাবিবুর রহমান আকনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো মাহফুজুল হক, রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান, মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রমথ বিশ্বাস, মো শাওন করিম, স্বপন হাওলাদার, এমদাদুল হক, প্রবাসী আসাদুল মিনা, লুতফর হাওলাদারসহ প্রমূখ।
এসময় আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক সুজন হোসেন রিফাত বলেন, শীত জেঁকে বসেনি। কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবিলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিতে চাই না, বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র।